• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রারের উপর হামলা: একজন গ্রেপ্তার রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়

আইপিএলে নতুন প্রযুক্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

আইপিএল এর পরবর্তী আসরে নো-বল ধরার নতুন প্রযুক্তি আনার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের মান আরো উন্নত করতে এরই মধ্যে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় ভারত।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি জয়েশ জর্জ। আইপিএলে নতুন প্রযুক্তি আনার এই প্রক্রিয়া বাংলাদেশ-ভারতে সিরিজ থেকেই শুরু করা হয়েছে।

 

সামনের পায়ের নো বল সঠিকভাবে ধরার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জর্জ। তিনি বলেন, এর আগে আমরা দেখেছি ফ্রন্ট ফুট নো বল বের করা কঠিন। ফ্রন্ট ফুট নো বল বের করার জন্য আমরা প্রযুক্তি রাখতে চাইছি। এরই মধ্যে বড় ধরণের পরীক্ষা নিরীক্ষা শেষ করেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এটি চালিয়ে যাব।

 

আইপিএলের প্রতিটি আসরেই নিত্যনতুন প্রযুক্তির দিকে জোর দেয় বিসিসিআই। এবারও তাদের একই লক্ষ্য থাকছে বলে জানান বোর্ডের জয়েন্ট সেক্রেটারি।

 

উল্লেখ্য, আগামী বছরের এপ্রিল মাসে পর্দা উঠবে ১৩তম আইপিএল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর