• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রধানমন্ত্রীর উপহার: চাষিদের মাঝে কম্বাইন হার্ভেস্টার বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কটে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বোরো চাষিরা। এমতাবস্তায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’টি কম্বাইন হার্ভেস্টার উপহার দিলেন চাষিদের।

 

শুক্রবার (১লা মে) সকাল ১১টায় বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি ঢাকা থেকে মোবাইল ফোনে কথা বলে হার্ভেস্টার ক্রেতাদের হাতে চাবি পৌঁছে দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, ভিয়েতনামের তৈরি ২০ লাখ ৫০হাজার টাকা দামের এ কম্বাইন হার্ভেস্টার একজন কৃষক পেয়েছেন ৬ লাখ ১৫ হাজার টাকায়। বাকী ১৪ লাখ ৩৫ হাজার টাকা (৭০%) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকী প্রদান করেন। ভর্তুকী মূল্যে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের নিত্যানন্দ দাস ও বাছিরপুর গ্রামের মো. শাহাজাহান হার্ভেস্টার গুলো ক্রয় করেন।

 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন ও বিআরডিবি’র চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর