• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে জাতীয় পতাকা মিছিল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

অসাম্প্রদায়িত, সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার, শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে ১ ডিসেম্বর জামালপুরে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির উদ্যোগে এবং উন্নয়ন সংঘ ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত পতাকা মিছিলের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

সকাল ১১টায় অনুষ্ঠিত জাতীয় পতাকা মিছিলটি জামালপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণের পর ১৯৭১ সালে জামালপুরে হানাদার বাহিনীর নির্যাতনকেন্দ্র সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক ছাত্রাবাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুতিএযাদ্ধা শফিকুল ইসলাম, বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক হারুণ অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, সাযযাদ আনসারী, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, উন্নয়ন সংঘের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রাদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন মুক্তির লড়াই সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানান। পাশাপাশি চলমান শুদ্ধি অভিযান অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।

পতাকা মিছিলে মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রগতিশীল রাজনৈতিক দলের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর