• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে একুশে বইমেলার উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মত ৩ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। 

 

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একুশে বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

 

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবি তারিক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার ও ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন প্রমুখ।

 

উল্লেখ্য, প্রথমবারের মত আয়োজিত এ বইমেলায় ১০টি ষ্টলে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিদের লেখা গল্প, কবিতা, উপন্যাস, নাটক এবং শিশুতোষ বই মিলবে। রোববার পর্যন্ত স্থায়ী এ মেলায় ধুনট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে থাকছে স্থিরচিত্র প্রদর্শনী, মেলায় আগত দর্শকদের ছবি তোলার জন্য রয়েছে সেলফি কর্ণার। এছাড়াও মেলা প্রাঙ্গনে চিত্তবিনোদনের জন্য ধুনট উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর