• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিপদে ধৈর্য ধরে ঘরে থাকুন, খাবার পৌঁছে যাবে: মোহাম্মদ নাসিম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

আ.লীগের সভাপতিমন্ডলীর সদস্য, চৌদ্দ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘ করোনা নামক প্রাকৃতিক এই বিপর্যয়ে সবাইকে ধৈর্যধারণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার একজন মানুষকেও না খেয়ে মরতে দেবে না।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদে আ.লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 

 

দলীয় নেতাকর্মিদের ত্রাণ বিতরনী কাজে অংশ গ্রহণের আহবান জানিয়ে নাসিম বলেন, ‘ মনে রাখবেন জনগণ এই বিপদের সময় চিনে নেবে কে তাদের পাশে ছিলো। আগামীতে দলের পদ পদবীতে তারাই যাবে যারা এখন পরীক্ষায় পাশ করবে। এরপর ৩৫০ টি পরিবারের মাঝে দশ কেজি চাল. এক কেজি ছোলা ও এক কেজি করে চিনি বিতরণ করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন,  সাধারন সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, ছাত্রলীগের সহ সভাপতি আসাদ প্রমূখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর