• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করার উদ্যোগ নেয়া হবে শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৫৩ জন রিমান্ডে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে

সোমবার থেকে শুরু প্লে-অফের লড়াই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম রাউন্ড। আগামীকাল ১৩ জানুয়ারী সোমবার থেকে শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ চার দল খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন নামবে প্লে-অফের মঞ্চে। লক্ষ্য থাকবে বিপিএল ফাইনাল।

 

প্রথম রাউন্ডের ১২ ম্যাচ শেষ সমান ৮টি করে ম্যাচ জিতেছে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম। তবে নেট রানরেটের বিচারে শীর্ষে রয়েছে খুলনা। এরপরের দুই স্থানে যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম। ১২ ম্যাচে ৭ জয় নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে অফে এসেছে ঢাকা।

 

কোয়ালিফায়ার ও এলিমিনেটর ফরম্যাটের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে যাওয়ার জন্য দু’বার সুযোগ পাবে। সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। এ ম্যাচে জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। 

 

এর আগে দুপুর দেড়টায় একই ভেন্যুতে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। অপরদিকে জয়ী দল উত্তীর্ণ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। 

 

প্লে-অফের শেষ ম্যাচ তথা দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত ও এলিমিনেটরে জয়ী দল। এই দুই দলের মাঝে যারা জিতবে তারাই খেলবে বঙ্গবন্ধু বিপিএলের গ্র্যান্ড ফাইনাল। 

 

এক নজরে জেনে নিন বিপিএলের প্লে-অফ সূচি:

এলিমিনেটর (১৩ জানুয়ারি) - ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুপুর ১.৩০ মিনিট

প্রথম কোয়ালিফায়ার (১৩ জানুয়ারি) - খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস, সন্ধ্যা ৬.৩০ মিনিট

কোয়ালিফায়ার ২ (১৫ জানুয়ারি) - কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী, সন্ধ্যা ৬.৩০ মিনিট

ফাইনাল (১৭ জানুয়ারি) - কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী, সন্ধ্যা ৭.০০ মিনিট 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর