• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ নেতৃত্বে পাকহানারদের দখল থেকে মুক্ত হয় শেরপুর  জেলা। এইদিন মিত্রবাহিনীর সর্বাধিনায়ক জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সংবর্ধনা সভায় শেরপুরকে মুক্ত বলে ঘোষণা দেন। এসময় মুক্ত শেরপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এদিন একইসাথে নালিতাবাড়ী উপজেলাও শক্রমুক্ত হয়।   ১১নং সেক্টরের আওতায় কামালপুর মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহায়তায় শেরপুরে পাকবাহিনী, আলবদর ও রাজাকারদের বিভিন্ন ক্যাম্পে আক্রমণ চালায়। কামালপুর দুর্গ দখলে নেয়ার প্রায় ৪৮ ঘন্টার মধ্যে পাকবাহিনীর সকল ক্যাম্প ধ্বংস হয়ে যায়। ৪ ডিসেম্বর কামালপুরের ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের মূহুর্মূহু আক্রমন ও গুলি বর্ষনের মুখে স্থানীয় পাকসেনারা পিছু হটে। ৫ ডিসেম্বর থেকে পাকসেনারা কামালপুর-বকশিগঞ্জ থেকে শেরপুর শহর হয়ে জামালপুর অভিমুখে রওনা হয়।   এদিকে শেরপুরের ঝিনাইগাতীতে পাক বাহিনীর আহম্মদনগর সেক্টর ক্যাম্প থেকেও পাক সেনারা পিছু হটতে থাকে। পাকসেনারা ৬ ডিসেম্বর রাতের আঁধারে শেরপুর শহরের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে জামালপুর পিটিআই ক্যাম্পে আশ্রয় নেয়। ৭ ডিসেম্বর মুক্ত হয় শেরপুর।
দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর