• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

আন্দোলনে হতাহতদের সহায়তা নিয়ে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য আমাদের ঘোষিত ১০ কোটি টাকার মহাপ্রকল্প চলমান আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত এক হাজার ২৮৩ জন আহতকে ৩ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শীঘ্রই সহায়তার পরিমাণ ৪ কোটির ঘর স্পর্শ করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, চোখের আলো হারানো, পঙ্গুত্ব বরণকারীদের জন্য ২ কোটি এবং নিহতদের পরিবারের জন্য ২ কোটি ও উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বাবলম্বীকরণ প্রকল্পে ২ কোটি টাকা ব্যয়ের কাজ আমরা শুরু করেছি।

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো লিখেছেন, যাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, তাদের ট্রাঞ্জেকশড ডিটেইলসহ বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

দৈনিক জামালপুর