নিজেদের টাকায় বস্তিবাসীর সিসিটিভি, আতঙ্কে অপরাধীরা
দৈনিক জামালপুর
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩

রাত-দিন সিসিটিভি ক্যামেরায় তীক্ষ্ণ দৃষ্টি থাকে তাদের। কেউ যদি কোনও অপরাধ করে পালিয়ে যায়, সিসিটিভির রেকর্ড থেকে অপরাধীকে শনাক্ত করা হবে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এলাকায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাংয়ের তৎপরতা এমনিতেই আগে বেশি ছিল। কিন্তু এমন উদ্যোগের ফলে এখন অনেকটাই কমেছে অপরাধের মাত্রা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কিংবা কাউন্সিলর, কারও সহায়তা ছাড়াই এমন ব্যতীক্রমী উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরের কল্যাণপুর বস্তিবাসী। নিজেদের নিরাপত্তার তাগিদে নিজেদের টাকায় বিভিন্ন সড়কে সিসিটিভি লাগিয়েছে তারা। এতে তাদের খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে পুলিশ বলছে, সিসিটিভি থাকার কারণে কোনও অপরাধী তার অপরাধ অস্বীকার করতে পারবে না। এ ছাড়া কোনও নিরীহ মানুষও যেন হয়রানি শিকার না হয়, সেটাও নিশ্চিত হবে এই উদ্যোগের মাধ্যমে।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর কল্যাণপুর বস্তি এলাকায় সরেজমিনে দেখা যায়, বস্তিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের কিছু সময় আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিজেরাই টাকা দিয়ে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে বস্তিবাসী।
নিজেদের টাকায় বস্তিবাসীর সিসিটিভি, আতঙ্কে অপরাধীরা
বস্তিবাসীরা বলছেন, সিসিটিভি ফুটেজ লাগানোর পর থেকে অনেক ক্ষেত্রেই মিলছে এর সুফল। বস্তি এলাকার আশপাশে ছিনতাই, মাদক বাণিজ্য, ইভটিজিং কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতা ছিল অনেক বেশি। এখন অনেকটাই কমে এসেছে।
কল্যাণপুর বস্তিটি ১০টি ভাগে বিভক্ত। ১ থেকে ১০ পর্যন্ত ১০টি নম্বরে ভাগ করা। এখানে সাড়ে ৫ হাজারের অধিক পরিবারের বসবাস। এক-একটি পরিবারে তিন থেকে পাঁচ জন সদস্য রয়েছে। সে হিসাবে ২২ থেকে ২৫ হাজারের মতো জনসংখ্যা।
কল্যাণপুর বস্তির তিনটি প্রধান সড়ক এবং চারটি গলি রয়েছে। এর মধ্যে সিসিটিভি ক্যামেরায় আওতায় এসেছে একটি সড়ক ও দুটি গলি। এখন পর্যন্ত ৯টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেখানে খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকার মতো। যার বেশির ভাগই বস্তিবাসী নিজেরাই জোগান দিয়েছে। এর মধ্যে প্রায় ৭০ হাজার টাকা পরিশোধ করতে পেরেছে তারা। বাকি টাকা সংগ্রহের চেষ্টা চলমান আছে তাদের। আর এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করছে মিরপুর মডেল থানা পুলিশ।
কল্যাণপুর বাইতুল নূর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বসানো হয়েছে এই সিসিটিভির মনিটর। সেখান থেকেই নজরদারি করা হচ্ছে। পালা করে ডিউটি দিচ্ছেন স্থানীয় তরুণরা। ৯টি সিসিটিভির আওতায় এসেছে ১, ২, ৩, ৪, ৫ ও ৭ নম্বর বস্তির সড়কগুলো। বাকিগুলোতে সিসিটিভি লাগানোর জন্য টাকা সংগ্রহের কাজ চলছে এখন।
নিজেদের টাকায় বস্তিবাসীর সিসিটিভি, আতঙ্কে অপরাধীরা
বস্তিবাসীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তার বিষয়টি বোঝাতে পেরেছেন। এরপরই এক উঠোন বৈঠকে সিসিটিভি লাগানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। এত টাকা কোথা থেকে আসবে, যখন বিষয়টি আলোচনা হয়, তখন যে যার সাধ্যমতো টাকা দিতে রাজি হয়ে যায়। প্রথম দিনেই ওঠে প্রায় ৬০ হাজার টাকা। পরে সিসিটিভি কিনে আনলে এগুলো স্থাপনে সহযোগিতা করেন মিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
কল্যাণপুর বস্তি এলাকায় ভাঙারি ব্যবসায়ী আনজু বাংলা ট্রিবিউনকে বলেন, সিসিটিভি ক্যামেরা লাগানোর পর থেকে বস্তি এলাকায় যেসব মাদকের স্পট রয়েছে, সেসব এলাকায় তৎপরতা অনেকটাই কমে গেছে। সিসিটিভির কারণে ছিনতাইও কমেছে। সিসিটিভি লাগানোর পর অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রিকশা গ্যারেজের মালিক জহিরুল ইসলাম বলেন, বস্তিতে সবচেয়ে বড় সমস্যা আগুন লাগার বিষয়টি। অনেক সময় দেখা যায় কেউ আগুন লাগিয়ে দেয়। আবার কোথাও শর্টসার্কিট বা বিভিন্ন কারণে আগুন লাগে। কিন্তু সিসিটিভি লাগানোর কারণে এসব বিষয় এখন থেকে দেখা যাবে কীভাবে কী হয়।
সিসিটিভি ক্যামেরা পাহারার দায়িত্বে থাকা তরুণ সাইফুল ইসলাম বলেন, আমরা পালা করে সিসিটিভিতে এলাকার বিষয়গুলো দেখভাল করি। রাতের বেলায় যেসব এলাকা নীরব ও লোকসমাগম কম থাকে, সেসব এলাকায়ও সিসিটিভি লাগানো হয়েছে। কয়েক দিন আগে এক মারামারির ঘটনা ঘটে। কী কারণে মারামারি হয়েছে বা কে কার ওপর আগে হামলা চালিয়েছে, বিষয়টি সিসিটিভি দেখেই শনাক্ত করা গেছে।
সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের দায়িত্বে থাকা বাইতুল নূর জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এনামুল হাসান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, মাদক কিংবা ছিনতাইয়ের যেসব স্পট রয়েছে, সেসব স্পট চিহ্নিত করে সিসিটিভি লাগানো হয়েছে। বস্তিবাসীরা তাদের নিরাপত্তার বিষয়টি বোঝাতে সক্ষম হওয়ায় তারা নিজেরাই সিসিটিভির টাকা জোগাড় করেছে। সিসিটিভির কারণে ইভটিজিং কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যদের মনে ভয় ঢুকেছে। সিসিটিভি লাগানোর পর থেকে বিভিন্ন ধরনের অপরাধ অনেকটাই কমেছে। তবে এ উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা কাউন্সিলরের কাছ থেকে কোনও ধরনের সহায়তা পাইনি।
নিজেদের টাকায় বস্তিবাসীর সিসিটিভি, আতঙ্কে অপরাধীরা
কল্যাণপুর বস্তি এলাকার সিসিটিভি পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকা মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, বস্তির যেকোনও বিষয় এখন আমি আমার মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাই। যেকোনও সমস্যা সমাধানে কিংবা অপরাধী ধরতে সিসিটিভি অনেক ভূমিকা পালন করছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বস্তিবাসীরা নিজেদের নিরাপদ রাখতে সিসিটিভি লাগানোর জন্য নিজেরাই টাকা দিয়েছে।
মিরপুর জোনের সিনিয়র সরকারী পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিম বাংলা ট্রিবিউনকে বলেন, কল্যাণপুর বস্তিতে সিসিটিভি লাগানো রাজধানীর অন্যান্য বস্তির জন্য উদাহরণ। কল্যাণপুর বস্তির মতো অন্য যেসব বস্তি রয়েছে, সেসব বস্তির বাসিন্দারা যদি নিজেদের নিরাপত্তায় এগিয়ে আসে, তাহলে অনেক ধরনের অপরাধ কমে আসবে।
মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বস্তিবাসীরা নিজেরা নিরাপদ থাকতে চায়। সব ধরনের অপরাধীরা যেন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, এ কারণে তারা এই উদ্যোগে শরিক হয়েছে। অনেকেই মনে করে সিসিটিভি বিলাসিতা। কিন্তু সিসিটিভি বর্তমান প্রেক্ষাপটে অপরাধ নিয়ন্ত্রণে একটি আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিজেদের নিরাপদ রাখতেই সিসিটিভি ব্যবহার করা জরুরি বলে মনে করেন তিনি।

- সরকারের বিশেষ কিছু পদক্ষেপে কর্মসংস্থান বেড়েছে: পরিকল্পনামন্ত্রী
- দেশে আরো ৪ জনের করোনা শনাক্ত
- পদ্মাসেতুতে বসেছে রেললাইনের শেষ স্লিপার
- টেকসই উন্নয়নে শান্তি-স্থিতিশীলতা ও শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন
- হোয়াটসঅ্যাপে নতুন যা যুক্ত হলো
- মালকা বানুর মায়ের নামেই ‘সাহেববিবি মসজিদ’
- সূর্যমুখীর হাসিতে স্বপ্ন
- ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় হয়েছে: তথ্যমন্ত্রী
- স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার
- তিনবার বিয়ে ভাঙার পরও কাকে কাছে চাইছেন শ্রাবন্তী?
- পি কে হালদারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য অব্যাহত
- ঈদে নতুন নোট যেদিন থেকে পাওয়া যাবে
- ফেসবুক পাসওয়ার্ড সঙ্গীকে দেবেন! কিন্তু কেন?
- শসা খোসাসহ খেলেই ভালো
- কর্ণফুলী গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, কর্মস্থল ঢাকা
- রোজার কোনো ক্ষতি হয় না যেসব কাজে
- উৎসবমুখর হবে নববর্ষ উদযাপন, আছে নিষেধাজ্ঞাও
- কোটালীপাড়ায় এক সঙ্গে ১২০০ শিশুর জন্মদিন উদযাপন
- তরমুজ ক্ষেতে আটকা ১৪ মণের ‘শাপলা পাতা’ মাছ
- ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন গ্রাহকরা
- বানাতেন ভুয়া এনআইডি-পাসপোর্ট, রোহিঙ্গারাই গ্রাহক
- মাটিরাঙ্গায় ১০ বস্তা বিদেশি ওষুধসহ যুবক আটক
- সৌদি আরবে নিহত রুপ মিয়ার বাড়িতে শোকের মাতম
- গাজীপুরে ভেজাল শিশুখাদ্য উদ্ধার, গ্রেফতার ১০
- মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, লাখ টাকা জরিমানা
- পলাশে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ১৪৪ শিক্ষার্থী
- চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক স্বাভাবিক রাখতে প্রশাসনিক প্রদক্ষেপ
- চীনা বিনিয়োগ সম্প্রসারণে বেজা-বিসিসিআইয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরিত
- ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত
- বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধন
- বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস অ্যান্টনি ব্লিনকেনের
- খেলাপি ঋণ কমাতে নীতিতে আরও ছাড়
- বিমার টাকা দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী
- অর্থপূর্ণ বৈশ্বিক অংশীদারিত্বে ৫ অগ্রাধিকার তুলে ধরলেন শেখ হাসিনা
- দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী
- ইলিশ উৎপাদন ৬ লাখ টনে পৌঁছার লক্ষ্যে ২ মাস মাছ ধরা নিষেধ
- রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বের কার্যকর চাপ চায় বাংলাদেশ
- “রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত”
- জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পাঁচটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- একটি শক্তি সবসময় ধর্মকে ব্যবহার করছে: রেলমন্ত্রী
- ২৪ দিনে ১৪ হাজার কোটি টাকার রেমিটেন্স
- বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করুন
- দিনে সরবরাহ ১৩ লাখ লিটার বিশুদ্ধ পানি
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষফোঁড়া: ওবায়দুল কাদের
- কিছু চিকিৎসক শুধু টাকা কামাতেই ব্যস্ত: প্রধানমন্ত্রী
- বিএনপি ক্ষমতায় যাওয়ার মানেই মানুষের ওপর অত্যাচার: প্রধানমন্ত্রী
- সময়ের আগেই কাজ শেষ ফ্রেন্ডশিপ পাইপলাইনের
- নিউইয়র্কে ১৪ জুলাই থেকে শুরু হবে চার দিনব্যাপী বাংলা বইমেলা
