• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ফেরি থেকে অটোরিকশা পড়ল নদীতে, চালক নিখোঁজ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪  

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে পড়ে একটি অটোরিকশা কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। ঘটনার পর অটোরিকশায় থাকা তিন যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। তবে নিখোঁজ রয়েছেন অটোরিকশাচালক। 
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সজীব বলেন, সাড়ে ৭টার দিকে যাত্রীসহ একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে বলে আমাদের কাছে খবর আসে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তিন যাত্রীকে ওপরে তোলা সম্ভব হলেও চালক নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত পরে বলতে পারবো।

দৈনিক জামালপুর