মুজিববর্ষে ঘর পাচ্ছে সারাদেশের ৯ লাখ ভূমিহীন পরিবার
দৈনিক জামালপুর
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১

মুজিব জন্মশতবর্ষে ৯ লাখ ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে সেমিপাকা টিনশেড ঘর। সারা দেশে ৬৪টি জেলার তৃণমূল পর্যায়ে তালিকা করে ছিন্নমূল ও দুস্থ পরিবারকে এ ধরনের বিশেষ ঘর দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ২৩ জানুয়ারি ৬৯ হাজার ৯০৪ পরিবারকে হস্তান্তর করা হবে। প্রতিটি পরিবারের জন্য সর্বনিম্ন ২ শতাংশ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে তিন বা পাঁচ শতাংশ জমি। এর মধ্যে দুটি শোয়ার ঘর, একটি বসার ঘর, একটি টয়লেট এবং একটি রান্নার ঘর রয়েছে। ঘরপ্রতি ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এ হিসেবে গৃহহীনদের জন্য প্রাথমিক পর্যায়ে ১১৬৮ দশমিক ৭১ কোটি টাকা খরচ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করবেন। জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২২ সালের জুন মাসে। ডিপিপি অনুযায়ী বরাদ্দ হওয়ার অর্থের পরিমাণ ৪৮২৬ দশমিক ১৬ কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই আরও ১ লাখ একক গৃহ বরাদ্দ করা হবে। পর্যায়ক্রমে প্রায় ৯ লাখ ভূমিহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে মোট ৯ লাখ পরিবারকে ঘর দেওয়া হবে। এর প্রথম ধাপে আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ৭৪৩টি ব্যারাকে ৩ হাজার ৭১৫ পরিবারকে পুনর্বাসন করা হবে। তিনি বলেন, ‘এক মাসের মধ্যে আরও বরাদ্দ করা হবে ১ লাখ ঘর। এ জন্য আমরা দুটি তালিকা তৈরি করেছি। একটি তালিকা করা হয়েছে ভূমিহীন ও গৃহহীনদের। অর্থাৎ যাদের ঘর ও জমি নেই। এর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৬১টি পরিবার। আর দ্বিতীয় তালিকায় রয়েছেন, যাদের জমি আছে কিন্তু ঘর নেই। এ তালিকা ৫ লাখ ৯২ হাজার ২৬১।’
জানা যায়, অধিকাংশ গৃহ নির্মাণের কাজ শেষের পথে। মুজিববর্ষে ২১ জেলার ৩৬ উপজেলায় ৪৪টি প্রকল্প গ্রামে ৭৪৩টি ব্যারাক নির্মাণের মাধ্যমে ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একই সঙ্গে একক গৃহ ও ব্যারাকে মোট ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২৪ হাজার ৫৩৮টি পরিবারের জন্য মোট বরাদ্দ ৪১৯ দশমিক ৬০ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৮ হাজার ৫৮৬টি ঘর বাবদ ব্যয় ধরা হয়েছে ৬৫৯ দশমিক ৮২ কোটি টাকা। ভূমি মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে সিভিআরপি প্রকল্পের আওতায় ৩ হাজার ৬৫টি ঘর বরাদ্দ করা হয়েছে। এ খাতে বরাদ্দ ৫২ দশমিক ৪১ কোটি টাকা। অতিরিক্ত পরিবহন বাবদ বরাদ্দ (প্রতিটি ঘরের জন্য ৪ হাজার টাকা) মোট ২৬ দশমিক ৪৮ কোটি টাকা। এ ছাড়া সারা দেশের সব উপজেলায় জ্বালানি বাবদ বরাদ্দ ধরা হয়েছে ১০ দশমিক ৪০ কোটি টাকা। মোট ৬৬ হাজার ১৮৯টি পরিবারের ঘরের জন্য বরাদ্দ ১১৬৮ দশমিক ৭১ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প একক গৃহ নির্মাণের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে একক গৃহ নির্মাণ করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেন, ‘জাতির পিতার জন্মশতবর্ষে আমাদের অঙ্গীকার, দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষে ৯ লাখ ভূমিহীন মানুষকে ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে। কারণ জাতির পিতা দেশের গরিব, অসহায় ও দুঃখী মানুষের কথা ভাবতেন। তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি। জাতির পিতার পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।’
সরকারের হিসাবমতে, সারা দেশে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১ লাখ ২৯ হাজার ১৯৭, ময়মনসিংহ বিভাগে ৩৬ হাজার ৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৬১ হাজার ২৯৭, রংপুর বিভাগে ১ লাখ ৮৩ হাজার ৮৩৪, রাজশাহী বিভাগে ৯৬ হাজার ৫০৪, খুলনা বিভাগে ১ লাখ ৪২ হাজার ৪১১, বরিশাল বিভাগে ৮০ হাজার ৫৮৪ এবং সিলেট বিভাগে ৫৫ হাজার ৬২২টি গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে জমি ও ঘর নেই এমন পরিবারের পাশাপাশি ১০ শতাংশ জমি আছে কিন্তু জরাজীর্ণ বাড়ি এমনও পরিবার রয়েছে।
সূত্র জানায়, ১৯৯৭ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা ২ হাজার ১৭২টি। নির্মিত ব্যারাক সংখ্যা ২২ হাজার ১৬৪টি। ব্যারাকে পুনর্বাসিত ভূমিহীন পরিবারের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৮টি। জমি আছে কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই এমন ১ লাখ ৫৩ হাজার ৭৮৪ পরিবারকে সহযোগিতা করা হয়েছে। তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য নির্মিত বিশেষ ডিজাইনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে ৫৮০টি। ২৩ বছরে পুনর্বাসিত পরিবারের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৫২টি। এর আগে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কক্সবাজার জেলার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে নির্মিত পাঁচতলাবিশিষ্ট ২০টি বহুতল ভবনে প্রথম পর্যায়ে ৬০০টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে একটি করে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় পাঁচতলাবিশিষ্ট ১৩৯টি বহুতল ভবন নির্মাণ করে ৪ হাজার ৪০৯টি জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসন করা হবে। খুরুশকুল প্রকল্পটি বিশ্বের একক বৃহত্তম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী ২৩ জুলাই এ প্রকল্পের উদ্বোধন করেন। বাকি ১১৯টি বহুতল ভবন ও আনুষঙ্গিক কার্যক্রম সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক পৃথক ডিপিপির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন বলেন, ‘গৃহহীনরা গৃহ পাবে, ঘরহীনরা ঘর পাবে এমন নজির বিশ্বে বিরল। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর করে ও আশ্রয়হীনদের আশ্রয় করে দিচ্ছেন।’ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তার উপজেলায় ১৪৩টি গৃহহীন পরিবারকে নতুন সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী এসব ঘর উদ্বোধন করবেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তাড়াশ উপজেলায় ১৫২টি পরিবারকে প্রথম ধাপে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। স্বামীপরিত্যক্তা, বিধবা, ভূমিহীন ও গৃহহীনদের যাচাই-বাছাই করে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।’ রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ বলেন, রায়গঞ্জ উপজেলায় ১০০ গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৫৭৬ জন আবেদনকারীর মধ্যে তিন দফা যাচাই-বাছাই করে ৫টি ইউনিয়নের প্রকৃত গৃহহীনদের বরাদ্দ দেওয়া হয়েছে।

- টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত
- মেলান্দহে বীর প্রতীক হেলালকে সংবর্ধনা
- পোশাক খাতে ভিয়েতনামকে টপকে গেল বাংলাদেশ
- ফেব্রুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছে ১৭৮ কোটি ডলার
- করোনার টিকা প্রদানে শিক্ষকদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়
- দেশের বীমা খাত উন্নয়নে ৬৩২ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান
- ৬ মেট্রোরেলে রাজধানী ঢাকার যানজট মুক্তির স্বপ্ন
- জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত
- গাজীপুরের কালিয়াকৈরে বীমা দিবসের আলোচনা সভা
- মীরা পাগলের ২১৫তম ওরশ মির্জাপুরে অনুষ্ঠিত
- জামালপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা মিছিল
- সখীপুরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে জরিমানা
- দিনাজপুর থেকে পালানো ৫ মাদ্রাসা ছাত্র ভূঞাপুরে উদ্ধার
- সরিষাবাড়ীতে উন্নয়নের তিলোত্তমা পৌরসভা গড়বো আমরা
- মির্জাপুরের নতুন ইউএনও হাফিজুর রহমানের যোগদান
- সখীপুরে মোটরসাইকেল চোর সন্দেহে তিনজনকে আটক
- টাঙ্গাইলে ৭৯ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা
- মির্জাপুরে ইউএনও আবদুল মালেককে বিদায় সংবর্ধনা
- জামালপুরে পুলিশ সুপার হিসেবে মো. নাসির উদ্দিনের যোগদান
- প্রিজম ও চট্টগ্রাম মহিলা চেম্বরের দুটি হস্তশিল্প প্রশিক্ষণ শুরু
- সিআইডির শ্রদ্ধা: জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ
- কুড়িগ্রামে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে উদ্বোধন
- কাজিপুর পৌরসভায় নির্বাচিদের মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত
- রৌমারীতে যুব কর্মসংস্থান বিষয়ে সংলাপ
- কোভিড-১৯ টিকা নিলেন হোসনে আরা এমপি
- রৌমারীর চরাঞ্চলে গোলআলুর বাম্পার ফলন
- বেসরকারি ব্যবস্থাপনায় বন্ধ পাটকল চালুর নীতিতে প্রধানমন্ত্রী
- জেলাপর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে বাংলাদেশ সরকার:প্রধানমন্ত্রী
- আঙ্গুলের ছাপ দিয়ে অপরাধী শনাক্তে র্যাব আনলো ওয়াইভিএস
- ড্রাইভিং লাইসেন্সের জট খুলেছে
- বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারী ডেভিড বার্গম্যান, যা জানা জরুরি
- ঘাটাইলে সিএনজি শ্রমিক সঞ্চয় কল্যাণ তহবিলের নতুন কমিটি
- স্যার আপনি আমাকে ক্ষমা করবেন: শেখ হাসিনা
- নিউইয়র্কের সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশি
- ইসলামপুরে ফুপুর হাত-পা ভেঙ্গে দেওয়ায়॥ ভাতিজাসহ আটক দুই
- বাংলাদেশের কাছে টিকা চাচ্ছে হাঙ্গেরি-বলিভিয়া
- বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন সরিষাবাড়ির রেজিয়া রহমান
- যথার্থ যাচাই না হওয়ায় খরচ বৃদ্ধি: ফাইল তলব প্রধানমন্ত্রীর
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে পেঁয়াজের রস, যেভাবে ব্যবহার করবেন!
- দুঃখ প্রকাশ করে শফিকুল ইসলাম শাকিবের চিঠি
- শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগকে এগিয়ে যেতে হবে: নানক
- প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা হলো করোনার টিকা : মির্জা আজম
- ঘাটাইলে পৌঁছালো ১৩ হাজার ৯১০ ডোজ করোনার টিকা
- আজ শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫২ মৃত্যুবার্ষিকী
- জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সেনা প্রধানের বৈঠক
- করোনার প্রণোদনা পাচ্ছেন ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৮৫ হাজার খামারি
- সারাদেশে দৃষ্টিনন্দন ৫৬০ মডেল মসজিদ, বছরে ১৪ হাজার হাফেজ
- বিশ্বের ৬৮ দেশে যাচ্ছে বাংলাদেশের টমেটো
- শিক্ষার্থীরা শুধু চাকরি খুঁজবেন না, উদ্যোক্তাও হবেন:শিক্ষামন্ত্রী
- ঘাটাইলে চেয়ারম্যান পদপ্রার্থী সুজাত আলী খানের সমর্থনে চা চক্র
