• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

লামায় ভাইকে হত্যা করে মাটিচাপা, অতঃপর...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

বান্দরবানের লামায় ছোট ভাইতে হত্যা করে গুম করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত আ. রহিম ঐ এলাকার আবুল কালামের ছেলে। অভিযুক্ত ইউনুস নিহতের আপন বড় ভাই। লামা থানার ওসি শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই ইউনুসের সঙ্গে ছোট ভাই আব্দুর রহিমের বিরোধ ছিল। এর জের ধরে সোমবার লাঠি দিয়ে আব্দুর রহিমের মাথায় আঘাত করেন ইউনুস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে তার মরদেহ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী পাহাড়ে মাটিচাপা দেওয়া হয়। খোঁজ পেয়ে মরদেহ উদ্ধার ও ইউনুসকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর