• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

রান্না করে প্রতিদিন ২০০ মানুষকে খাওয়াচ্ছেন রাকুল প্রীত সিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনা প্রতিরোধে লকডাউনের কারণে ভারতের প্রায় সব শ্রমিক পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে। সেই সময় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলিব্রেটিরা। 

 

সালমান খান থেকে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান কিংবা প্রভাস, পাবন কল্যাণ, একের পর এক তারকা এগিয়ে আসছেন দৈনিক রোজগারের মানুষগুলির দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিতে। সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের নামও।

 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, গুরুগ্রামে নিজের বাড়ির পাশে যে বস্তি রয়েছে সেখানকার প্রায় ২০০ মানুষকে খাওয়াচ্ছেন রাকুল। শুধু তাই নয়, নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়ে ওই ২০০ মানুষের পেট ভরাচ্ছেন অভিনেত্রী। রাকুলের মা-বাবা কুলবিন্দর সিং এবং রাজেন্দ্র সিং মেয়েকে সাহায্য করছেন।

 

১৪ এপ্রিলের পরও যদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়, তাহলেও তিনি এই কাজ করে যাবেন বলে জানান রাকুল প্রীত। পাশাপাশি নিজের সোসাইটির মধ্যেই ওই ২০০ মানুষের জন্য খাবার রান্না করা হচ্ছে বলেও জানান বলিউড অভিনেত্রী। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর