• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গমচাষে ঝুঁকছেন যশোরের কৃষকরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

ভালো দাম পাওয়ার আশায় যশোরের কৃষকরা গমচাষে ঝুঁকছেন। ২০২২-২৩ অর্থবছরে জেলায় গমচাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গেছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৪০ হেক্টর জমিতে। চাষ হয়েছে ৬২৪ হেক্টর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, যশোরে সবচেয়ে বেশি গমচাষ হয়েছে সদর উপজেলায়। এখানে চাষ হয়েছে ১৩৭ হেক্টর জমিতে। শার্শা ও কেশবপুর উপজেলায় ৩০ হেক্টর করে জমিতে গমচাষ হয়েছে। এছাড়া ঝিকরগাছায় ১৫০ হেক্টর, চৌগাছায় ৭৫ হেক্টর, অভয়নগরে ২৭ হেক্টর, বাঘারপাড়ায় ৫০ হেক্টর এবং মণিরামপুরে গমচাষ করা হয়েছে ১২৫ হেক্টর জমিতে। এর আগে, ২০২১-২২ অর্থবছরে জেলায় গমচাষ হয়েছিল ৩৯৯ হেক্টর। উৎপাদন হয়েছিল এক হাজার ২৭৭ মেট্রিক টন গম।

সদর উপজেলার ভায়না রাজপুর গ্রামের আবদুস সাত্তার জানান, তিনি এবার দুই বিঘা জমিতে গমচাষ করেছেন। বর্তমানে বাজারে আটার দাম বেড়েছে। এ কারণে ভালো দামের আশায় গমের আবাদ করেছি।

চুড়ামনকাটি বাজার এলাকার শফিকুল আলম জানান, তিনি গত বছর দুই বিঘা জমিতে গমের আবাদ করেছিলেন। বাজারে আটার দাম বৃদ্ধির কারণে এবার তিন বিঘা জমিতে আবাদ করেছেন। এরই মধ্যে গমের শীষ বের হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাবেন বলে আশা করছেন তিনি।

বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের কৃষক রফিকুল বিশ্বাস বলেন, আমি এবার চার বিঘা জমিতে গমের আবাদ করেছি। আশা করছি ফলন ভালো পাবো।

কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মঞ্জুরুল হক বলেন, চাষিরা যে ফসলের দাম বেশি পান, সেই ফসলে তারা ঝুঁকে পড়েন। বর্তমানে বাজারে আটার দাম বেশি। এজন্য যশোরের চাষিরা গমচাষ বৃদ্ধি করেছেন। চলতি মৌসুমে গমের ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর