• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ মে ২০২৩  

আবহাওয়া অনুকূলে থাকায় মানিকগঞ্জের সাতটি উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা দামও পাচ্ছেন ভালো। কম খরচে অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। এ বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও ভুট্টার আবাদ বেশি হয়েছে। 
জানা যায়, চলতি মৌসুমে জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে ১৭ হাজার ২০ হেক্টর জমিতে। ভুট্টা চাষ লাভজনক হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২০ হেক্টর বেশি জমিতে বেশি আবাদ হয়েছে।

সরেজমিন দেখা যায়, অন্যান্য ফসলের তুলনায় কয়েক গুণ বেশি লাভ হওয়ায় জেলার সাতটি উপজেলায় এ বছর ভুট্টার আবাদ বেশি করেছেন চাষিরা। এক বিঘা জমিতে ভুট্টা চাষে গড়ে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। আর প্রতি বিঘা জমিতে গড়ে ৩৫ থেকে ৪০ মণ করে ফলন পাচ্ছেন কৃষকরা। মানভেদে প্রতি মণ ভুট্টা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২শ টাকায়। তাতে করে সব খরচ বাদ দিয়ে ভুট্টা বিক্রি করে একেকজন কৃষক বিঘা প্রতি দুই থেকে আড়াই গুণ পর্যন্ত লাভ করছেন।

হরিরামপুর উপজেলার সাপাইর গ্রামের কৃষক রহিজ উদ্দিন মোল্লা জানান, এ বছর নিজের সাড়ে তিন বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। ভুট্টার বাম্পার ফলন পেয়েছি। আড়াই বিঘা জমির ভুট্টা কেটে বিক্রি করেছি। এক লাখ আট হাজার টাকার ভুট্টা বিক্রি করেছি। প্রতি বিঘা জমিতে সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের মুজুরি দিয়ে খরচ পরেছিল ৩৭ হাজার টাকার মতো। আরো এক বিঘার ভুট্টা বিক্রি করলে ৪০ থেকে ৪৫ হাজার টাকার মত পাওয়া যাবে। সবমিলে হিসাব করলে লাখ টাকার মতো লাভ থাকবে। 

সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের কৃষক আফছার মিয়া বলেন, কৃষিকাজে বর্তমানে লাভ কম থাকায় চাষ করে শান্তি পাই না। খরচ উঠলেও লাভ তেমন হয় না। সবকিছুর দাম বাড়তি। আমি আগের বছর অন্যান্য ফসলের আবাদ করতাম। গত বছর এক বিঘায় ভুট্টার আবাদ করে ভালোই লাভ করেছিলাম। তাই এবার পাঁচ বিঘায় করেছি। আমাদের এই অঞ্চলের বেশিরভাগ কৃষক এখন ভুট্টার আবাদ করেছেন।’

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. এনায়েত উল্লাহ ডেইলি বাংলাদেশকে বলেন, ‘চলতি মৌসুমে জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এবার এই আবাদ হয়েছে। তাছাড়া, আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন যাতে করে ভুট্টার ফলন ভালো হয়। এখন ভুট্টার বাজারমূল্যও ভালো পাচ্ছেন। আমরা চাই কৃষকরা ফসল আবাদ করে লাভবান হোক। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর