• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রাতের আঁধারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে ঘাটাইলের একদল তরুণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

রাতের আঁধার নেমে এলে একদল তরুণ হাতে ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ে। তারা সঙ্গোপনে অভাবী মানুষের হাতে তুলে দেয় উপহার সামগ্রী। উপহার হিসাবে তারা দেয় এক কেজি কালোজিরা চাল, এক প্যাকেট সেমাই, গুড়া দুধ ও চিনি। যাদের হাতে এই উপহার তুলে দেয়া হয় তাদের পরিচয় তারা প্রকাশ করতে চায় না। এই তরুণরা ’ঘাটাইলের কথা’ নামে একটি স্বেচছাসেক সংগঠনের সদস্য।

কথা হয় ‘ঘাটাইলের কথা’র সভাপতি মোস্তাফিজুর রহমান মোমিন এর সাথে। মমিন জানান, ২০১৪ সাল থেকে আমরা কাজ করে আসছি। কয়েকজন বন্ধু মিলে ফেইসবুক গ্রুপ হিসাবে আমরা এটা প্রতিষ্ঠান করি। বর্তমানে এই গ্রুপে প্রায় আট হাজার সদস্য এবং ৭০ জন স্বেচ্ছাসেবী আছে। আমাদের মূল কাজ হলো ঘাটাইলের অধিকার বঞ্চিত ও অভাবী মানুষের জন্য কিছু করা।

সংগঠনের কোষাধ্যক্ষ ময়নুল হাসান মুন্না বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আমরা উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষকে ঈদ উপহার দেই। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমরা তালিকা করি। তারপর সন্ধ্যার পর আমরা তাদের দুয়ারে গিয়ে হাজির হই এবং হাতে উপহার তুলে দেই। আমরা লোক দেখানোর জন্য তাদেরকে আমাদের কার্যালয়ে ডেকে আনি না। এতে অনেকে কষ্ট পায়। কেউ কেউ বিব্রত বোধ করে। আমরা তাদের সম্মানিত ও আনন্দিত করতে চাই।

স্বেচ্ছাসেবী মঞ্জুরুল ইসলাম বলেন, আগামী কোরবানির ঈদের জন্য আমরা ফেইসবুক গ্রুপের মাধ্যমে শুভাকাক্সক্ষীদের কাছে থেকে অর্থ সংগ্রহ করেছি। এ বছর উপজেলার ১০টি গ্রামের ১০০টি পরিবারকে উপহার দেয়া হচ্ছে। গত রোববার রাত থেকে উপহার বিতরণ শুরু হয়েছে।

কাজীপাড়া গ্রামের হাসমত আলী উপহার পেয়ে ভীষণ আনন্দিত। তিনি বলেন, ‘আমাদের জন্য এইটা বড় খুশির ঘটনা। পোলাগুলা আনেক ভালা।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর