• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৩ জনকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন মানছে না কেউ। যে যার মত করে চলছে। প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও মানুষকে ঘরমুখো করতে পারছে না। দুরপাল্লার বাস চলাচল না করলেও আর সব যানবাহনই চলছে স্বাভাবিকভাবে।

কেউ দোকানের অর্ধেক সাটার খুলে আবার কেউ পুরো দোকান খেলা রেখেই বেচাকেনা করছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেটের গাড়ির সাইরেন শুনেই দোকান বন্ধ করছে, চলে গেলেই আবার স্বাভাবিক হচ্ছে বেচাকেনা। যার কারনে মানুষের সমাগম বাড়ছে।

এ অবস্থায় সোমবার ঘাটাইলে সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় অভিযান চালিয়ে ২৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদর ও হামিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা ইয়াসমিন।
 
তিনি জানান, লকডাউনের বিধি নিষেধ অমান্য করে দোকান, চা স্টল, পার্লার, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং রাস্তায় গাড়ি চালানোর দায়ে ২৩ জনকে জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর