• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে জামাই পিটালো শ্বশুড়কে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

পারিবারিক দ্বন্দ নিয়ে মোজাফ্ফর হোসেন (৫০) নামের এক শ্বশুড়কে বেধরক পিটালো জামাই। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে এ ঘটনাটি ঘটে। 

মোজাফ্ফর হোসেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

পরিবার সুত্রে জানা গেছে, মোজাফ্ফরের মেয়ে আরিফার সাথে বাতারগ্রামের আলী হোসেনের ছেলে রিপুল এর ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে স্ত্রীর উপর শাররিক ও মানষিক নির্যাতন করত তার স্বামী। এনিয়ে ওই এলাকায় একাধীকবার শালিসী বৈঠকও হয়। ঘটনার দিন শ্বশুড় তার জামাইবাড়ির এলাকায় গেলে জামাই রিপুলের সাথে বাকতিন্ডতায় জড়িয়ে পড়েন। পরে জামাই তার হাতের লাঠি দিয়ে শ্বশুড় মোজাফ্ফর হোসেনকে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে শ্বশুড়ের বামচোখে আঘাত লাগে এবং মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করান। শ্বশুরের চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর