• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

খনজনমারা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল। 

আলোচনা সভায় বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উপলক্ষে ১০৬ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, সভাপতি  শহিদুল ইসলাম মন্ডল, সাধারন সম্পাদক খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সদস্য প্রভাষক মোজাফ্ফর আলী, প্রভাষক আসাদুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল মজিদ মাস্টার, ডা. দেলোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি সচিব শহিদুল ইসলাম, সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী  সাংবাদিক শাহাদত হোসেন,সাইফুল ইসলাম প্রমূখ। প্রসঙ্গত, খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর