• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হবেন নার্গিস বেগম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে এই প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন নার্গিস বেগম। করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই তার স্বামী আবদুল হালিম মারা গেলে উপজেলা চেয়ারম্যান পদটিকে শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা দেন নির্বাচন কমিশন।
 
গত শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নার্গিস বেগম ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।সোমবার যাচাই–বাছাই শেষে একমাত্র প্রার্থী নার্গিস বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

আগামী ২ নভেম্বর নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল।রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন একমাত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে পরদিন তাঁকে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
 
উল্লেখ্য, নার্গিস বেগম ভূঞাপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং লোকমান ফকির ডিগ্রি কলেজের শিক্ষক।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর