• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন হিন্দু পল্লীতে শান্তি সমাবেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

সারাদেশে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে আঘাত প্রতিমা, মন্দির ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করার ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন হিন্দু পল্লীতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তি সমাবেশ করছেন উপজেলা আ'লীগ। 

বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য, উল্লাপাড়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। 

শান্তি সমাবেশর প্রধান অতিথি গোলাম মোস্তফা বলেন, ধর্ম যার যার, দেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। আমাদের এই মাতৃভূমিতে সকল সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবো এটাই আমাদের প্রত্যাশা। ধর্মকে পুঁজি করে একশ্রেণির উগ্রবাদী সমাজে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকার সচেতন রয়েছেন। এ ধরনের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সরকার যে কোন মুল্যে প্রতিহত করবে বলে তিনি জানান। 

উধুনিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্যামল মাহতের সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উধুনিয়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু স্বপন কর্মকার তেলিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মধু সরকার, সহকারী শিক্ষক পিয়াল সরকার ও স্থানীয় আ'লীগ নেতা উজ্জ্বল হোসেন প্রমুখ। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর