• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

টাঙ্গাইলে গণপরিবহনে নিরাপদ যাতায়েত নিশ্চিতকরণে প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি খন্দকার নাজিম উদ্দিন আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার প্রমুখ।

এ সময় জেলা বাস কোচ মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, সম্প্রতি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা বাড়ছে। বিশেষ করে টাঙ্গাইলে ঈগল এক্সপ্রেসে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোচনা হয়। বাসে ডাকাতি রোধে গণপরিবহনের সাথে সংশ্লিষ্ট্যদের ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাঝ পথে যাত্রী তোলতে সবাইকে সর্তক হতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর