• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

নৌকা ডুবি দূর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে ধর্ম প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়িয়া ইউনিয়নে করতোয়া নদীতে  নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল এবং দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন  ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব  ফরিদুল হক খান এমপি । 

প্রতিমন্ত্রী ২৬ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে নিহত ব্যক্তিদের ৪৫ টি পরিবারকে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী নৌ দুর্ঘটনায় হতাহত  ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। 

পরিদর্শনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান  শ্রী  মনোরঞ্জন শীল গোপাল এমপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর  ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব  উৎসব মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌকা যোগে যাত্রীগণ পঞ্চগড় জেলার বোদা উপজেলার শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে  পারাপারে অতিরিক্ত যাত্রী পরিবহণের নৌকাডুবি ঘটে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর