• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাসাইলে বেগম রোকেয়া দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২  

টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় ৫ নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার(৯ ডিসেম্বর)সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাসাইল উপজেলা পরিষদ হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,সহকারী কমিশনার (ভূমি)আরিফুন্নাহার রিতা, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান,বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,জয়িতা রেখা বেগম প্রমুখ


জয়িতা নারী ও সাংবাদিকবৃন্দ।বিভিন্ন কাজের অবদানের জন্য পাঁচ জন নারী জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত পাঁচ জয়িতা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নাজনী নখানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী-মর্জিনা আক্তার, সফল নারী জননী-রেখা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী-তানিয়া আক্তার,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী-মলি আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাছান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর