• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বড়শিলা গ্রামে ড্রেন পুন:খননে বাঁধা, বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

 টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বড়শিলা গ্রামে অগভীর নলক‚পের স্কীমে ড্রেন পুন:খনন কাজে বাঁধা দেওয়ায় চলতি বোরো মৌসুমে ধান চাষ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এ ঘটনায় ওই অগভীর নলকুপের মালিক মো. কামরুল হাসান বাদি হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বোরো চাষ উপযোগী করার জন্য ড্রেন খননের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকরা।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মো. কামরুল হাসান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) টাঙ্গাইল সদর থেকে ৩১২ নং লাইসেন্সের মাধ্যমে অগভীর নলকুপের অনুমতি পেয়ে বড়শিলা গ্রামে বোরো চাষ শুরু করে দীর্ঘ দিন যাবত। চলতি বোরো মৌসুমে ড্রেন পুন:খনন করতে গেলে বড়শিলা গ্রামের মৃত তোতা মিয়ার মেয়ে মোছা. শিল্পী বেগম ও মোছা. মনি বেগম আক্তার বাঁধা প্রয়োগ করেন। এ কারনে অন্তত ১০ জন কৃষক বোরো ধানের চারা রোপন করলেও পানি অভাবে মারা যাচ্ছে।
কামরুল হাসান বলেন, বছরের পর বছর ওই ড্রেন পুন:খনন করে আবাদ করা হচ্ছে। কিন্তু এ বছর ড্রেন পুন;খনন করতে গেলে শিল্পী ও মনি বেগম বাঁধা দিচ্ছে। ড্রেন পুন:খননের জন্য তাদের অনুরোধ করলে উল্টো হুমকি দিচ্ছে।
এ বিষয়ে শিল্পী ও মনি’র বাড়িতে বক্তব্যের জন্য গেলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী আসমা আক্তার বলেন, অভিযোগের পর সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পানি অভাবে রোপনকৃত চারা ধানের ক্ষতি হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর