• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বানাতেন ভুয়া এনআইডি-পাসপোর্ট, রোহিঙ্গারাই গ্রাহক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নগর ডিবির ডিসি (দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান। 
এর আগে, মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজু শেখ, মো. মাহমুদুল রিয়াদ ও নয়ন শেখ।

ডিসি নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনের একটি দোকান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। বছরখানেক ধরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। তাদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য প্রস্তুতকৃত তিনটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি জন্মনিবন্ধন সার্টিফিকেট ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর