• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক জামালপুর

মালকা বানুর মায়ের নামেই ‘সাহেববিবি মসজিদ’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

ঐতিহ্যবাহী ‘সাহেববিবি মসজিদ’। চট্টগ্রামের রাউজান পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের হাঁড়িমিয়া চৌধুরীর বাড়িতে এটির অবস্থান। ৮শ’ বছরের পুরোনো এ মসজিদটি শুধু রাউজান নয়, বলা চলে পুরো চট্টগ্রামের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি এখনো দাঁড়িয়ে আছে।

জানা যায়, আরাকান রাজসভার অন্যতম কবি মহাকবি আলাওলের একমাত্র মেয়ে সাহেববিবির নাম অনুসারে এ মসজিদটির নামকরণ করা হয়। সাহেববিবি ছিলেন রাউজানের প্রসিদ্ধ জমিদার হাঁড়িমিয়া চৌধুরী বংশের আমির মোহাম্মদ চৌধুরীর স্ত্রী।


তাদের দুই মেয়ে হলেন- আলাকা বানু ও মালকা বানু। আলাকা বানু বাংলাদেশের এক ঐতিহাসিক ও কালজয়ী চরিত্র। মালকা বানু চট্টগ্রামের বাঁশখালীর জমিদার মনু মিয়ার প্রেমে পড়েন ও বাঁশখালীতে বসবাস করেন। মালকা বানু ও মনু মিয়াকে নিয়ে হয়েছিল চলচ্চিত্র। সেই ঐতিহাসিক মালকা বানুর মা সাহেববিবির নামে করা সাহেববিবি মসজিদ কালের সাক্ষী হয়ে আছে রাউজানের বুকে।

৩০ শতক জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন এ মসজিদটি বিভিন্ন কারুকাজ সম্বলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে তৈরি। মসজিদের পাশে ও সামনে রয়েছে প্রায় চার ফুট উঁচু গেট। পুরো স্থাপনাটি আটটি পিলার, তিনটি দরজা, দুইটি জানালা ও এক গম্বুজ বিশিষ্ট। কারুকাজে রয়েছে শৈল্পিক রূপ। আগে দেয়াল চমৎকার কারুকাজ খচিত থাকলেও রূপগত পরিবর্তন করে লাগানো হয়েছে টাইলস।


মসজিদের পাশে রয়েছে বিশাল দীঘি, যা শাহী পুকুর নামে পরিচিত। রয়েছে ঈদগাহ মাঠ। দুই ঈদে এ মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয়দের মতে, প্রসিদ্ধ জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী ও আলোচিত মালকা বানুর মা সাহেববিবি এ মসজিদের প্রতিষ্ঠাতা। মসজিদের পাশে রয়েছে ফুলবাগান সম্বলিত কবরস্থান। সেখানেই শায়িত আছেন সাহেববিবি।

স্থানীয় আব্দুল কাইয়ুম বলেন, বিদেশি মিস্ত্রি দিয়ে শতশত বছর পূর্বে সাহেববিবি মসজিদ নির্মাণ করা হয় বলে পূর্বপুরুষদের কাছে শুনেছি। তখনকার সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোছাভাত (আঞ্চলিক শব্দ) অর্থাৎ কয়েকদিনের খাবার নিয়ে হেঁটে মানুষ এখানে আসতেন নামাজ পড়ার জন্য।

তিনি আরো বলেন, বাদশাহ মুহাম্মদ শাহ স্টেট’র আমলে ডিমের আঠা, চুন-সুরকি দিয়ে দেশের ২২টি গ্রামে একই রকম মসজিদ নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম নির্মাণ করা হয়েছিল সাহেববিবি মসজিদ। এ মসজিদের ভেতর প্রায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়া দূর-দূরান্ত থেকে অনেকে মসজিদটি এক নজর দেখতে আসেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর