• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

তেঁতুলিয়ায় অবৈধভাবে বালু-মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদীর বিভিন্ন স্থানে অবৈধ উপায়ে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করে পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা ডাহুক নদীর কালিতলা সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাদের তেতুঁলিয়া মডেল থানা পুলিশের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পাথর ও বালুসহ ৩টি ট্রলি জব্দ করা হয়।


দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক আশ্রয়নের আবু তাহের (২০), হারাদিঘী গ্রামের হাফিজার রহমান (২৭) ও সরকারপাড়া গ্রামের খাদেমুল ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ডাহুক নদীর কালিতলা ব্রিজ সংলগ্ন স্থানে রাস্তা ও ব্রিজের ক্ষতি করে বালু ও মাটি কেটে দীর্ঘদিন যাবত পাথর-বালু উত্তোলন করে পরিবহন আসছিলেন আবু তাহেরসহ কয়েকজন। খবর পেয়ে অভিযান পরিচালনা করে পাথর- বালু উত্তোলনের সময় তাদের আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, তেতুঁলিয়া মডেল থানার এএসআই আসিফসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর