• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

কিশোরগঞ্জ সদর উপজেলায় চার ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বাবা-ছেলে। তাদের জানাজা হয়েছে একসঙ্গে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার ভোরে নিজ বাড়িতে মারা যান ওমর ছিদ্দিক। এর চার ঘণ্টা পর সকাল ৮টার দিকে মারা যান তার ছেলে হারুন অর রশিদ।

জানা যায়, সদর উপজেলার দানাপাটুলি ইউপির চাঁদের হাসি গ্রামের ওমর ছিদ্দিক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার ভোর ৪টায় নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর আধা ঘণ্টা পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হারুন অর রশিদ। তিনিও দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বাবার মৃত্যুর পর হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বাবা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর চাঁদের হাসি গ্রামের ঈদগাহ মাঠে একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর