• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গাজীপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

‘গর্ভকালে চার বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। 
এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও ভিডিও স্লাইড প্রদর্শন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এবং ভিডিও স্লাইড প্রদর্শন করেন ডা. নাজমা খাতুন। 

বক্তব্য রাখেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ডা. জাকিয়া সুলতানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. রুমানা আফসান, মো. নুরুল ইসলাম, সত্যরঞ্জন ধর, আফরোজা খাতুন, মো. রেজাউল করিম প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, প্রসবজনিত মাতৃমৃত্যু হার প্রতি এক লাখে ১৬৮ জন। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা হলেও এখন এ হার আশংকাজনক। এ মৃত্যুর হার দ্রুত কমিয়ে আনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর