• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১৫০ টাকার আদা বিক্রি ২৩০ টাকায়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

পেঁয়াজ ও আদার দাম বৃদ্ধিতে অসহায় ভোক্তারা। অস্থিতিশীল বাজারে কারসাজি ঠেকাতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে কোরবানির আগে মসলার বাজারে নৈরাজ্যরোধে সোমবার সকালে অভিযান পরিচালিত হয়েছে। দামে কারসাজি করায় খাতুনগঞ্জের একটি আড়তকে সিলগালা করা হয়েছে। অভিযানে সিলগালা করার পাশাপাশি এক আড়তদারকে জরিমানাও করেছে ভোক্তা অধিকার। খাতুনগঞ্জে আড়তদাররা দ্বিগুণ মূল্যে বিক্রি করছে আদাসহ বিভিন্ন মসলাজাতীয় পণ্য। জরিমানা অভিযানেও স্বাভাবিক হচ্ছে না ভোগ্যপণ্যের দাম।
সোমবার ভোক্তা অধিকারের কর্মকর্তারা খাতুনগঞ্জের মেসার্স আল নূর করপোরেশনের গিয়ে কারসাজির খোঁজ পায় সংস্থাটি। এ আড়তে প্রতি কেজি আদা ১৫০ টাকার কিনলেও তারা বিক্রি করছিল ২৩০ টাকায়। কারসাজির এ অপরাধে আড়তটিকে সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় মেসার্স মিতালী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, অসাধু আড়তদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গিয়ে আমরা দেখতে পায় যে আদা বিক্রি হচ্ছে দ্বিগুণ। দামে। অথচ ক্রয়মূল্য অনেক কম। ইনভয়েসসহ বিভিন্ন নথি যাচাই করে আমরা কারসাজির প্রমাণ পায় তাই ওই আড়তকে সিলগালা করে দিয়েছি।  খাতুনগঞ্জ চাক্তাইয়ের আড়তদাররা সরবরাহ সংকটের অজুহাতে গত এক মাস যাবত পেঁয়াজ, আদা ও চিনির দাম বাড়াচ্ছে। ঈদুল ফিতরের আগে থেকেই অস্থির হওয়া ভোগ্যপণ্যের বাজার এখনো স্থিতিশীল হয়নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর