• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঝিনাইগাতীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালীনগর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজাদ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ অভিযান পরিচালনা করেন । দন্ডিত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সারিকালীনগর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে আজাদ মিয়া। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপজেলার তাওয়াকুচা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আসামী আজাদ মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর