• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে সেনাবাহিনীর সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। এসময় ১৯ প্রদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডারের (জিওসি) মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এছাড়াও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার ১৪ টি দল অংশ গ্রহণ করেন। সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতা ১৯ প্রদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ সাতারু হয় ১৯ প্রদাতিক ডিভিশনের ইউপি সার্জেন্ট ফয়সাল আহমেদ। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ঘাটাইল দল চ্যাম্পিয়ন এবং বগুড়া দল রানার আপ হয়। ওয়াটার পোলো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় ১৯ প্রদাতিক ডিভিশনের সৈনিক রাকিবুল হাসান।
এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পারিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে জানিয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর