• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দুই দেয়ালের মাঝে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

ভোলার চরফ্যাশন উপজেলায় ভবনের দুই দেয়ালের মাঝে আটকে পড়া একটি পোষা বিড়াল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার সকালের দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া আবু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই দেয়ালের মাঝে একটি পোষা বিড়াল আটকা পড়েছে। বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও বিড়ালটিকে উদ্ধার করতে পারছেন না।

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে বিড়ালটিকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন তারা।

বিড়ালের মালিক রাজিম মোল্লা জানান, তার শখের পোষা বিড়ালটি অসাবধানতাবশত ঘরের দুই দেয়ালের মাঝে আটকে যায়। পরে তারা অনেক চেষ্টা করেও বিড়ালটি উদ্ধার করতে পরেননি। এ অবস্থায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে খুব যত্নসহকারে তার বিড়ালটিকে উদ্ধার করে। বিড়ালটি ফিরে পেয়ে তিনি অনেক খুশি এবং ফায়ার সর্ভিসের কর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে প্রতিটি প্রাণই অনেক গুরুত্বপূর্ণ। সেটি হোক মানুষ বা প্রাণী। তাই তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর