• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাগুরায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় তিনি দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. আশাদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর