• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বেশি দামে আলু বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ভোলার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সদর উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে ভোলার কাঁচা বাজারে ও খালপাড়ে বাজারে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
এ সময় কেনা-বেচার সঠিক বাউচার না থাকা, বেশি দামে আলু বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়ীরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন। এজন্য ভোলার কাঁচা বাজারে অভিযান চালান হয়। এ সময় সঠিক ভাউচার না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর