• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সাতক্ষীরায় পানের বরজে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামে শিয়াল প্রতিরোধে পানের বরজে টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মীর গোলাম মোস্তফা (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
সোমবার দুপুর ১টার দিকে ঐ গ্রামের সরকারপাড়ার নিমাই পদ দাসের পানের বরজ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মীর গোলাম মোস্তফা জেলা সদরের আগরদাঁড়ি কারিকর পাড়ার মীর মোসলেম আলীর ছেলে।

ইন্দিরা সরকারপাড়ার নিমাই পদ দাস জানান, তার বরজে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বুধবার পান ভাঙা হয়। মঙ্গলবার পান ভাঙার জন্য তিনি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এমনকি পানের বরজে শিয়াল প্রতিরোধে বৈদ্যুতিক তারে বাল্ব ঝুলিয়ে রেখেছিলেন। রোববার রাত ১০টার দিকে তিনি বরজে পাহারা দিতে গিয়ে এক ব্যক্তিকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক স্থানীয় লোকজনদের জানান। সোমবার দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মৃতের পরিচয় জানতে পারে।

স্থানীয়রা জানান, মৃত মীর গোলাম মোস্তফার কাছে একটি গ্যাস লাইটার, দুটি নাইলনের ব্যাগ ও তিনটি পলিথিনের ব্যাগ ছিল। ঘাড়ের ডান দিকে ফোস্কা পড়া ছিল। ধারণা করা হচ্ছে পান চুরি করতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা আরো জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র বরজে নিয়মিত পান চুরি করায় হারু দাস তার তিনটি পানের বরজ বন্ধ করে দিয়েছে। একইভাবে নিমাই পদ দাসের বরজে নিয়মিত চুরি হতো। যে কারণে তারা চুরি প্রতিরোধে বৈদ্যুতিক তারের সঙ্গে বাল্ব জালাতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পানের বরজে শিয়াল মারার জন্য টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর