• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

উল্লাপাড়ায় রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ৪ নং ওয়ার্ডের উল্লাপাড়া মহল্লার কয়ড়া সড়কে কাওছার হাজীর বাড়ী হইতে আতাব আলী মোল্লার বাড়ী পর্যন্ত ৭৩ মিটার দীর্ঘ আরসিসি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পৌরসভার মেয়র জননেতা এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকারের (এলজিসি/আরআরপি) প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজে জন্য ৭ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় নির্বাহ করা হয়েছে। রাস্তাটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীম এন্টার প্রাইজ। 


ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উল্লাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রেজাউল করিম, পৌরসভার সাব ইঞ্জিনিয়ার মো: জহুরুল ইসলাম, আ'লীগ নেতা জুলমত হোসেন, আল হেলাল রতন, আলহাজ্ব রেজা মন্ডল, আলহাজ্ব কাওছার আলী সহ স্থানীয় আ'লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর