• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কাঁদতে কাঁদতে বন্ধুর জন্য কবর খুঁড়ছিলেন, মারা গেলেন তিনিও

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সেই ছোট্ট বেলা থেকেই আরাফাত ও আজম বন্ধু। তাদের দু’জনের বয়স ২৮। সোমবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত। খবর শুনে কবর খুঁড়তে গিয়েছিলেন আজম। কাঁদতে কাঁদতে কবর খোঁড়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের আজিম পাড়ায় এ ঘটনা ঘটে। এক দিনে দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাটিতে।

মৃত আরাফাত ঐ এলাকার মুসার ছেলে ও  আজম একই এলাকার নুরুল ইসলামের ছেলে। আরাফাত হাটহাজারী সদরে স্টিলের আলমারি তৈরির একটি দোকানে কাজ করতেন। আজম পেশায় অটোরিকশার চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আরাফাতের মৃত্যু হয়। তার বাল্যবন্ধু আজম কাঁদতে কাঁদতে কবর খুঁড়ছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনিও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তারা আরো জানান, একই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন আরাফাত ও আজম। আজম বিবাহিত। তার দুই মেয়ে রয়েছে। অন্যদিকে আরাফাত অবিবাহিত। তবে শিগগিরই তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আজম উদ্দিন দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর