• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সাতক্ষীরায় ট্রাকচাপায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সাতক্ষীরায় ট্রাকচাপায় নীলকণ্ঠ সরকার নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত ১১দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীলকণ্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে তিনি পড়ে যান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর