• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

কক্সবাজারের টেকনাফে একটি ওয়ানশুটার গানসহ রফিক প্রকাশ আব্বুয়া নামে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ ব্লকের নুর হোসেনর ছেলে।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিনগত রাতে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালায় এপিবিএন। এ সময় রফিক আব্বুয়াকে একটি এলজি ওয়ানশুটার গানসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার রফিক প্রকাশ আব্বুয়া রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর সক্রিয় সদস্য। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর