• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় আহত ৩

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর পাকুড়তলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফি, তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আল নোমান হৃদয় এবং শাফির ভাই গোকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম ধলু।

পুলিশ জানায়, সরলপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের কর্মী মেহেদী হাসান রোববার ছাত্রলীগকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন। এই নিয়ে সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা আল নোমান হৃদয়ের সঙ্গে মেহেদী হাসানের বাগবিতণ্ডা হয়। মেহেদী বিষয়টি স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মীদের জানান।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোকুল বাজার থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ৭-৮টি মোটরসাইকেল নিয়ে পাকুড়তলা মোড়ে গিয়ে হৃদয়সহ অন্যান্যদের ওপর হামলা চালান। হামলায় বাবা-ছেলেসহ ঐ তিনজন আহত হন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন বলেন, আহত তিনজন বগুড়া শজিমেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর