• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরকার সাধারণ মানুষের কল্যাণে বদ্ধপরিকর: এমপি শাওন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজারে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। তাই দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ
নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে।

এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর