• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মানিকগঞ্জে সেলাই মেশিন-ভেড়া বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

মানিকগঞ্জের সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ১০টি সেলাই মেশিন এবং নয়টি ভেড়া বিতরণ করেছে গড়পাড়া ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন মৃধা।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাসিমা বলেন, আমি সেলাই কাজ জানি না। এজন্য আমাকে একটি ভেড়া দেওয়া হয়েছে। আজ আমরা ১৯টি পরিবার সেলাই মেশিন ও ভেড়া পেয়েছি। একটি ভেড়া থেকে আরো অনেকগুলো ভেড়ার মালিক হতে চাই। এতে আমি খুব খুশি হয়েছি।

এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর