• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনে সুন্দর ও সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনে সুন্দর ও সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে। ২০০১ সালের নির্বাচনের পরে যখন বিএনপি জয়ী হয়, তখন আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে বাংলাদেশকে একটি অরাজকতার দেশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা কোনো ব্যক্তিকে হত্যা নয়, তাকে হত্যা মানেই একটি বাংলাদেশকে হত্যা করা। বঙ্গবন্ধুকে হত্যা করা মানেই বাংলাদেশের মূল চেতনা ও মুক্তিযুদ্ধকে হত্যা করা।

তিনি বলেন, বিএনপিকে কোনোভাবেই রাজনৈতিক সংগঠন মনে হয় না। একটি সংগঠনের জন্য একটি গঠনতন্ত্র থাকবে। যে গঠনতন্ত্র দেশের আইন ও সংবিধান মেনেই তৈরি করা হবে। বিএনপি তার উল্টো। এর দুই জন শীর্ষ নেতাই দণ্ডপ্রাপ্ত অপরাধী। যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত অপরাধী, এটি কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর