• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ফতুল্লায় গ‍্যাস বিস্ফোরণে চিকিৎসাধীন একজনের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদরাসা রোডে জনি ওয়ার্কশপে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গাড়ির গ্রিজার মিস্ত্রি মো. সুমন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে (এইচ ডি ইউ ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সুমন পটুয়াখালী সদরের গড়িয়া গ্রামের মৃত মোতালেব বয়াতির ছেলে। বর্তমানে পাগলা বাজার পপুলার হাসপাতাল এলাকায় ভাড়া থাকতো। তার স্ত্রী শাহিনুর বেগম দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে সুমন (এইচ ডি ইউ)-এ  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ  ছিল। এই ঘটনায় আরো একজন মো. জনি নামে দগ্ধ ৪০ শতাংশ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদরাসা রোডের জনি ওয়ার্কসপে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস লীকেজ  থেকে বিস্ফোরণে ওয়ার্কশপে  আগুনের ঘটনাটি ঘটে। এতে ওয়ার্কসপের মালিক জনিসহ পথচারী সুমন দগ্ধ হন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর