• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লায় বন্যার পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪  

কুমিল্লায় বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর, পশ্চিম সিংহ এলাকা ও নাঙ্গলকোটে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ দক্ষিণপাড়া ফকিরবাড়ি গ্রামের আল-আমিনের ছেলে মো. ইব্রাহিম (৪), উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম (১০) এবং নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির গোরক মুড়া গ্রামের বাসিন্দা সিরাজুল হক (৬৫)। বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম বাড়ির পাশে বুড়িচং মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকেসহ সোহাগ (১১) নামের অপর একজনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন। সোহাগ আহত অবস্থায় সেখানে ভর্তি আছে। অপরদিকে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ দক্ষিণপাড়া ফকিরবাড়ি গ্রামের আল-আমিনের ছেলে মো. ইব্রাহিম বেলা ১১টার দিকে বাড়ির পাশে অবস্থান করছিল। এ সময় বানের স্রোতের সঙ্গে সে পাশের একটি ডোবায় তলিয়ে যায়। স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। তার নাম সিরাজুল হক (৬৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউপির গোরক মুড়া গ্রামের বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকায় অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে; কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না। আমাদের কাছে পর্যাপ্ত স্পিডবোট নেই। কারণ এই এলাকায় সচরাচর বন্যা হয় না।

দৈনিক জামালপুর