• শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

নেত্রকোণায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

নেত্রকোণা সদর উপজেলাধীন বিরামপুর গ্রামে শফিকুল ইসলাম (৪০) নামে একজনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার বসতঘর ও গোয়ালঘরে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও নেত্রকোণা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত হয়নি। তবে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। জানা গেছে, অগ্নিসংযোগের ওই ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক জামালপুর