• শনিবার ১২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৬ ১৪৩১

  • || ০৭ রবিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪  

জেলায় আজ ‘ধর্ম যার যার, উৎসব সবার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিমল বণিকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আহাদ, দেবব্রত দাস, সুখেন্দু সেন, এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, এডভোকেট গৌরাঙ্গ পদ দাস প্রমুখ-সহ জেলার ১২টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সুধীজন ও আইনশৃংখলা রক্ষকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

দৈনিক জামালপুর