• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ফেসবুকে উসকানি, ২ পুলিশ সদস্য গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪  

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। তারা হলেন- নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান। সোমবার রাতে পুলিশ সদরদফতর ও ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা-ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছিলেন তারা। জানা গেছে, কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরো কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায়ও লিপ্ত ছিলেন। এসব ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলায় নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক জামালপুর